সোমবার ০৪ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা

নিউজ ডেস্ক ৩০ জুলাই ২০২৫ ১২:৫৭ পি.এম

মোবারক

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

আজ বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন।

ওইদিন মোবারকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এর আগে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। ট্রাইব্যুনাল জানিয়েছিল, ১৯৭১ সালে মোবারক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ আদালতে প্রমাণিত হয়—একটিতে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।


রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল উল্লেখ করেছিল, মোবারক হোসেন একটি হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন এবং নিরস্ত্র মুক্তিকামী বাঙালিদের ওপর হামলার নির্দেশনা দেন।

রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন মোবারক। চলতি বছরের ৮ জুলাই থেকে শুরু হয় আপিল শুনানি। প্রায় তিন সপ্তাহ শুনানি শেষে আজ তাকে খালাস দেয় দেশের সর্বোচ্চ আদালত।


আপিল বিভাগের পর্যবেক্ষণে বলা হয়, প্রসিকিউশনের উপস্থাপিত প্রমাণ যথেষ্ট ছিল না এবং সাক্ষ্যগুলোর মধ্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। পাশাপাশি ট্রাইব্যুনালের রায়ে যে প্রক্রিয়াগত ঘাটতি ছিল, তাও বিবেচনায় নিয়েছেন আপিল আদালত।

নিউবাংলা/জিএস