নিউজ ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৫ ১২:৩০ এ.এম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন। তবে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স (সাড়া) করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত শুক্রবারই দেশের বাইরে যাওয়ার জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল; কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে আমরা স্থানান্তর করতে পারিনি। কিন্তু তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে তাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন, তাঁরা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করছেন। সে লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা তার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে ভালো চিকিৎসা যেটি, সেটি যাতে তিনি পেতে পারেন, সে জন্য এখানে রেখেও দেশিবিদেশি পরামর্শক্রমে তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
আরেক প্রশ্নে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই, ম্যাডামকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল, দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা তিনি আগের মতোই আমাদের মেডিকেল সাইন্সের ভাষায় যদি বলি- তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারছেন এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি তিনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ৮০ বছর বয়সি খালেদা জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশিবিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে।
নিউজ বাংলা/জিয়া
খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন : ডা. জাহিদ
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক, সুপারিশ পেশ মঙ্গলবার
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা
পিআর পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না: মাহমুদুর রহমান মান্না
‘গোপালগঞ্জ কি ভারতের কোনো অঙ্গরাজ্য’
ব্ল-কে-ড সরিয়ে রাস্তার একপাশে অবস্থান নিন : নাহিদ
সারাদেশে ব্ল-কে-ড কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধীদের
ঢাকায় নির্বাচনি শোডাউন করতে চায় জামায়াত
আগামী নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জারিপ
জাতীয় পার্টির মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল
আ.লীগ এখন ইতিহাস নয় প্রাগৈতিহাসিক উপাখ্যান: রনি
ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন: হাসনাত আব্দুল্লাহ
অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে, বিএনপি কতটা জনপ্রিয়: রিজভী
লন্ডনে ইউনূস-তারেকের বৈঠক: বহুমুখী সিদ্ধান্ত আসার কথা জানালেন মির্জা ফখরুল
গণতন্ত্রের দু র্ভা গ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয়: রিজভী
খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন শীর্ষ নেতারা
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল
ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস
ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই: সারজিস