বিনোদন ডেস্ক ২৮ জুন ২০২৫ ০৬:২৭ পি.এম
বিনা পারিশ্রমিকে তিন হাজারের বেশি কবর খোঁড়া কিশোরগঞ্জের ইটনার সেই মনু মিয়া (৬৭) মারা গেছেন। দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে মানবসেবা করে গেছেন তিনি।
জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের কাজে, বিনিময়ে কখনো কিছু চাননি। আশপাশের গ্রাম ও জেলাজুড়েও পরিচিত ছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে।
কোথাও কখনো কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় পৌঁছে যেতেন তিনি। তবে চলতি বছরের মে মাসে কিছু দুষ্কৃতকারী মনু মিয়ার সেই লাল ঘোড়াটি হত্যা করে।
মনু মিয়া মৃত্যুর খবর জেনে অভিনেতা খায়রুল বাসার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।
খায়রুল বাসার তার পোস্টে লেখেন, ‘মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এতোদিন তিনি ঢাকায় ছিলেন ৩ দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন। উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন এই দোয়াও চাইতেন-বলতেন। হয়তো নিজ গ্রাম নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নিবেন এই চেয়েছেন আল্লাহ। উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাকে শান্তিতে রাখুন। আমিন।’
এদিকে মনু মিয়ার মৃত্যুতে তার স্বজনেরা বলেন, কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল হয়নি নিঃসন্তান মনু মিয়ার। ফলে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধে। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হন তিনি। গত ১৪ মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থতাবোধ করলে তাকে বাড়িতে নেওয়া হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে তিনি আবার অসুস্থ হয়ে যান।
ইটনার চিকিৎসক ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী বলেন, তাকে বলা হতো শেষ ঠিকানার কারিগর। তার মৃত্যুত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউবাংলা/জিএস
দাম্পত্য জীবনে অশান্তি, জেনে নিন সুখ ফেরানোর চার উপায়
বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না: সৌমি
আল্লাহ নিশ্চয়ই তাকে স্বপ্নের ঘোড়া উপহার দেবেন: খায়রুল বাসার
গ্রামের বাড়ির পুকুরে নেমে সাঁতার, ভিডিও পোস্ট করলেন পরীমণি
শাকিব খানের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস
আরেকটা বিয়ে করলে সৎবাবা, শাকিবকে যা বললেন ওমর সানী