সোমবার ০৪ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

গ্রামের বাড়ির পুকুরে নেমে সাঁতার, ভিডিও পোস্ট করলেন পরীমণি

বিনোদন ডেস্ক ১১ জুন ২০২৫ ০১:০৬ পি.এম

পরীমণি

দেশীয় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পরীমণি তার শৈশবের স্মৃতি বিজড়িত একটি দীঘিতে সাঁতার কাটছেন।

এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এ একটা ছোট্ট পুকুরে আমরা এত জন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি।

ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমণির ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘পরীমনিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।’ 

তবে পরীমণির পোস্টের শেষ অংশটিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
তিনি ক্যাপশনে আরও উল্লেখ করেছেন, ‘কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাঁচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।’

এ ঘোষণা অনেকের মনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। একজন মন্তব্য করেছেন, ‘স্মৃতি বিজড়িত পুকুরটি নষ্ট করবেন কেন? বাড়িটি অন্য কোথাও বানালেও পারেন।