বুধবার ০২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

লন্ডনে ইউনূস-তারেকের বৈঠক: বহুমুখী সিদ্ধান্ত আসার কথা জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ১০ জুন ২০২৫ ০১:০৭ পি.এম

ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি। 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি। সব কিছু সঠিকভাবে হলে এ বৈঠক রাজনীতির জন্য ইতিবাচক ও টার্নিং পয়েন্ট হতে পারে।
‘সবাইকে দায়িত্বশীল হতে হবে যেনো গণতন্ত্রের পথের যাত্রা বিঘ্ন না হয়। এজন্য জাতীয় ঐক্য দরকার’, যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সরকার এপ্রিলে নির্বাচন করলে বিএনপি কী করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো ভাবছি না, সিদ্ধান্ত নিইনি। তবে এপ্রিল নির্বাচনের বিষয়টি সরকার বিবেচনা করবে। কারণ এপ্রিল যৌক্তক সময় নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই’-- এমন কথা একটি প্রোপাগান্ডা, এটির কোনো ভিত্তি নেই। বিএনপি এমন একটি দল, যার কোনো কিছু করে শেষ করা যায় না, যাবে না।

নিউবাংলা/জিএস
 


এই সম্পর্কিত আরও খবর