নিউজ ডেস্ক ১৩ জুন ২০২৫ ০২:২০ এ.এম
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে বরগুনা জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সেখানে জরুরি ভিত্তিতে দুজন চিকিৎসক ও ১০ জন নার্সকে পদায়ন করা হয়েছে।
জেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকায় তিনি মারা যান। মারা যাওয়া পাপড়ি বেগম (৬৫) শহরের কলেজ ব্রাঞ্চ এলাকার মো. মোফাজ্জেল হোসেনের স্ত্রী। তিনি ছয় দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন আক্রান্ত ৬৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্য বরগুনা জেনারেল হাসপাতালে ৫৮ ও বাকিরা বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে জেলায় ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ জন।
জেলার সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে।
তাদের মধ্যে দুজন বরগুনা জেনারেল হাসপাতালে এবং একজন ঢাকায় নেয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় মারা যায়। নানামুখী সংকটের মধ্যেও জেলা স্বাস্থ্য প্রশাসন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রেজোয়ানুর আলম বলেন, ‘একের পর এক ডেঙ্গু রোগী আসছে। চিকিৎসকের সংকট থাকায় আমরা হিমশিম খাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক গতকাল দুজন চিকিৎসক এখানে পদায়ন দিয়েছেন। আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে জরুরি ভিত্তিতে ১০ জন সিনিয়র স্টাফ নার্সকে পদায়ন করা হয়েছে। তাঁদের ১৪ জুন বরগুনায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’
তবে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে ডেঙ্গু প্রতিরোধ ও সেবার মান বাড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক।
বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘স্বাস্থ্য বিভাগের কাজ হচ্ছে রোগটা শনাক্ত করা, রোগের চিকিৎসা দেয়া, উপদেশ দেয়া। রোগটা কীভাবে আসছে সেটা নিয়েও স্বাস্থ্য বিভাগ কাজ করছে, স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে।’
নিউবাংলা/জিএস
অনিন্দ্য ইসলাম অমিতের যুক্তরাজ্য সফর উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজ
বরগুনায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃ-ত্যু
বরগুনায় ডে'ঙ্গু বাড়ার কারণ কি রান্নার জন্য জমানো পানিই?
এবার বরগুনায় ডেঙ্গুতে মারা গেলেন উপজেলা পরিষদের সিএ
অবরুদ্ধ নয়, প্রেস সচিবকে দাবি জানাতে গিয়েছি : আন্দোলনকারী
খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন প্রেস সচিব
পাথরঘাটায় ‘মেয়ের চিকিৎসার খরচ জোগাতে বাবার আর্তনাদ’ ভিডিওটি নাটকের অংশ
বরগুনায় ডে'ঙ্গু জ্ব'রে আ'ক্রা'ন্ত হয়ে এক নারীর মৃ'ত্যু
বরগুনা হাসপাতালের স্টাফদের মারধরের ঘটনায় আটক ৪
বরগুনায় বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বাবা–মেয়েসহ নিহত ৩
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২ হাজার, হাসপাতালে ভর্তি ২৩২
বরগুনায় ডেঙ্গু ভয়ংকর: সক্ষমতার বাইরে হাসপাতালের চিকিৎসা সেবা
বরগুনায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, হাসপাতালে জনবল বৃদ্ধি
বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ২ মৃত্যু, হাসপাতালে ১৭২
বরগুনায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
বরগুনায় বর্জ্য অপসারণে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
বরগুনায় হাত-পা কে টে ১৬ ‘মৌসুমি কসাই’ হাসপাতালে
সিগন্যাল অমান্য করে সেতুতে অটোরিকশা-বাইক, ট্রেনের ধাক্কায় নিহত ১
‘গবেষণার জন্য দেয়া টাকা যেন বিফলে না যায়’