বুধবার ০২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

নায়কের মুখে গন্ধ, চুম্বনের দৃশ্যের পর অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা

বিনোদন ডেস্ক ৩০ জুন ২০২৫ ১১:৪৮ পি.এম

বিপাশা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২০১২ সালের সিনেমা ‘জোরি ব্রেকার’–এর শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে বলিউডপ্রেমীদের মধ্যে।

সিনেমাটিতে বিপাশার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। একটি চুম্বন দৃশ্যের প্রসঙ্গে বিপাশা বলেন, “আমি প্রথমে দৃশ্যটি করতে দ্বিধায় ছিলাম, কারণ মাধবনের স্ত্রী আমার খুব ভালো বন্ধু। কিন্তু পরিচালক বারবার অনুরোধ করে রাজি করান।”
বিপাশা জানান, ছবিতে মাধবনের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য ছিল, যেটি করতে তিনি শুরুতে দ্বিধায় ছিলেন। কারণ, মাধবনের স্ত্রী তার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তবে পরিচালক বারবার অনুরোধ করে তাকে রাজি করান। তবে শুটিং শেষ হতেই ঘটে অস্বস্তিকর ঘটনা। 

বিপাশা জানান, দৃশ্যটি শেষ করে তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘরে চলে যান, কারণ তার গা গুলিয়ে উঠছিল, অসুস্থ অনুভব করছিলেন। পরে জানতে পারেন, মাধবন শুটিংয়ের আগে পেঁয়াজ রয়েছে, এমন খাবার খেয়েছিলেন, যার গন্ধ থেকেই এমন প্রতিক্রিয়া হয় তার।

এই ঘটনাকে স্বাভাবিকভাবেই তুলে এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন বিপাশা। তবে তাদের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়েনি এ নিয়ে। মাধবনের সঙ্গে এখনও তার বন্ধুত্ব অটুট রয়েছে, আর তারা নিয়মিত যোগাযোগও রাখেন।
নিউবাংলা/জিএস