বুধবার ০২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা

বিনোদন ডেস্ক ২৮ জুন ২০২৫ ০২:০২ এ.এম

শেফালী জারিওয়ালা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালী জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। 
ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিনেত্রীর স্বামী অভিনেতা পারাস টাইগি তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। 

স্থানীয় এক হাসপাতালের রিসেপশন থেকে জানানো হয়, হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারান শেফালি। তার অকাল প্রস্থানে যেন স্তব্ধ হয়ে গেছে বলিউড। ভক্ত থেকে শুরু করে সহকর্মী, সামাজিক মাধ্যমে সবাই আজ শোকাহত।

'Bigg Boss 13'–এর মঞ্চেও নিজের একান্ত ব্যক্তিত্ব দিয়ে আলো ছড়িয়েছিলেন শেফালি। মডেলিং থেকে টেলিভিশন, জীবনের প্রতিটি ধাপে তিনি নিজেকে প্রমাণ করেছেন সাহস, শক্তি ও মেধার মাধ্যমে।

তার মৃত্যু শুধু একটি ব্যক্তির হারানো নয়—এ যেন একটি সময়ের বিদায়, যে সময় ‘Kaanta Laga’ গানে কোটি হৃদয়ে জায়গা করে নিয়েছিল সেই চঞ্চল চোখ ও আত্মবিশ্বাসী মুখ।আজ সেই মুখ নিথর।

নিউবাংলা/জিএস