বিনোদন ডেস্ক ০১ জুলাই ২০২৫ ১২:১৮ এ.এম
নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে বিভিন্ন কনসার্টে নিয়মিত দেখা গেলেও একক শোয়ে তাকে পাওয়া যায় খুবই কম। সংগীত ক্যারিয়ারে হাতেগোনা একক কনসার্টে গেয়েছেন তিনি। ১২ জুলাই ইয়ামাহা মিউজিকের আয়োজনে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে একটি একক কনসার্টে গাইবেন বাপ্পা। সঙ্গে থাকবেন তার ব্যান্ড দলছুটের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে এই শিল্পী বলেন, ‘প্রথমত, যে কোনো শিল্পীর জন্যই একক শো বেশ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমি মনে করি এই ধরনের একক শো আরও অনেক অনেক বেশি হওয়া উচিত। কারণ, বছরজুড়ে আমরা যে ধরনের প্রোগ্রাম করি, সেটা তো আমরা যাই, একটা আয়োজন হয়, গান গেয়ে চলে আসি। কিন্তু একক শো-তে যা হয় একজন শিল্পী তার পুরো শৈল্পিক ইতিহাস ফুটিয়ে তুলতে পারেন এবং পুরো আয়োজনটিই হয় সেই শিল্পীকে ঘিরে।’
‘ইয়ামাহা অন ট্রু সাউন্ড’-এর ব্যানারে আয়োজন করা হয়েছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের একক কনসার্ট। আগামী ২২ জুলাই ঢাকার ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। একক এই কনসার্টে বাপ্পা মজুমদার তার গাওয়া গানগুলো পরিবেশন করবেন নতুন অ্যারেঞ্জমেন্টে, নতুন ঢঙে। যেন পুরোনো গানেও খুঁজে পাওয়া যাবে নতুন ধ্বনি ও উপলব্ধি।
বাপ্পা মজুমদার বলেন, ‘যেকোনো শিল্পীর জন্যই একক শো বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এ ধরনের একক শো আরও অনেক বেশি হওয়া উচিত। এ ধরনের আয়োজনে একজন শিল্পী তাঁর পুরো শৈল্পিক ইতিহাস ফুটিয়ে তুলতে পারেন এবং পুরো আয়োজনটিই হয় সেই শিল্পীকে ঘিরে।’
কনসার্টে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।
গেট সেট রক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট। আয়োজন শুরু হবে আগামী ২২ জুলাই রাত ৮টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।
২০২২ সালে প্রথম একক কনসার্ট করেন বাপ্পা মজুমদার। সর্বশেষ গত বছর ‘বাপ্পা মজুমদার অডিসি’ শিরোনামে কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল তাঁর একক কনসার্ট।
এদিকে শিগগির প্রকাশ পাবে বাপ্পা মজুমদারের নতুন গান ‘আগামীকাল’। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যাওয়ার পরিকল্পনা করছেন বাপ্পা।
নিউবাংলা/জিএস
প্রত্যেক শিল্পীর জন্যই একক কনসার্ট গুরুত্বপূর্ণ: বাপ্পা মজুমদার
আবারও সিনেমায় ফিরছেন শাবনূর
নায়কের মুখে গন্ধ, চুম্বনের দৃশ্যের পর অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা
খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয় এবং কেন?
আপেল রোজ টি তৈরি করবেন যেভাবে
আমার ভাই আর নেই, চাই না কারও সঙ্গে এমন হোক: সামিরা মাহি
চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা
অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা
ছোটকাকু রহস্যে ভাবনা
১৭ বছর বয়সে কণ্ঠের রাজা- ইরফান রহমান