বিনোদন ডেস্ক ১৪ সেপ্টেম্বার ২০২৫ ০১:৪৫ এ.এম
বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির কাছে আসার গল্প হিন্দি সিনেমার মতোই রোমাঞ্চকর। ভিন্ন ধর্মের অনুসারী হয়েও ষাটের দশকে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। তার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম বদলান শর্মিলা। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন শর্মিলাকন্যা সোহা আলী খান।
সোহা জানান, তার মা মনসুর আলি খান পতৌদিকে বিয়ের জন্য ধর্মান্তরিত হয়েছিলেন। এরপর তার নাম রাখা হয় আয়েশা। তবে মানুষ এখনও অভিনেত্রীকে তার আসল নাম শর্মিলা ঠাকুর হিসেবেই চেনেন। এই নাম নিয়ে পরিবারে কিছুটা বিভ্রান্তি ছিল কারণ তার মা 'শর্মিলা' নামে স্বাক্ষর করতেন এবং কখনও 'আয়েশা' নামে স্বাক্ষর করতেন।
সোহা আলি খান হটারফ্লাইকে বলেছেন, তার মা মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হয়েছিলেন। ইসলামে তার নাম রাখা হয় 'আয়েশা'। তবে মানুষ এখনও অভিনেত্রীকে তার আসল নাম অর্থাৎ শর্মিলা ঠাকুর হিসেবেই চেনেন। এই নাম নিয়ে পরিবারে কিছুটা বিভ্রান্তি ছিল কারণ তার মা 'শর্মিলা' নামে স্বাক্ষর করতেন এবং কখনও 'আয়েশা' নামে স্বাক্ষর করতেন।
শর্মিলা ঠাকুর নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতেন। সময়ের চেয়ে বরাবরই এগিয়ে শর্মিলা। তিনি নিজের শর্তে জীবনযাপন করতেন। ষাটের দশকে চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি বিকিনিতে ফটোশুট করতেও পিছপা হননি তিনি।
তিনি ধর্মের বাইরে গিয়ে মনসুর আলি খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সেই সময় একটি বড় বিষয় ছিল। মাত্র ২৪ বছর বয়সে, উঠতি ক্যারিয়ারের সময়ই বিয়ে করেছিলেন শর্মিলা।
নিউবাংলা/জিএস
ইসলাম ধর্ম গ্রহণের পর শর্মিলা ঠাকুরের নাম কী রাখা হয়?
পুরুষের জন্য কাঁচা হলুদের ৬টি যাদুকরী উপকারিতা
ডেট করার আগ্রহ প্রকাশ করায় বিপাকে রাশমিকা!
বিচ্ছদের পর কঠিন সময় পার করেছি: মিথিলা
প্রত্যেক শিল্পীর জন্যই একক কনসার্ট গুরুত্বপূর্ণ: বাপ্পা মজুমদার
আবারও সিনেমায় ফিরছেন শাবনূর
নায়কের মুখে গন্ধ, চুম্বনের দৃশ্যের পর অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা
খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয় এবং কেন?
আপেল রোজ টি তৈরি করবেন যেভাবে
আমার ভাই আর নেই, চাই না কারও সঙ্গে এমন হোক: সামিরা মাহি
চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা
অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা
ছোটকাকু রহস্যে ভাবনা
১৭ বছর বয়সে কণ্ঠের রাজা- ইরফান রহমান