ক্রীড়া ডেস্ক ১৭ জুন ২০২৫ ০৫:৫৬ পি.এম
বাংলাদেশ জাতীয় দলের এক দুর্দান্ত ভরসার নাম মুশফিকুর রহিম। গত কিছু ম্যাচ ধরে অবশ্য সেই ভরসার জায়গাটি ঠিক ছিল না । তবে এবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টে ফের সে ভরসার কথাই মনে করালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। চাপের মুখে নেমে ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক, যেটি এসেছে দুর্দান্ত দৃঢ়তা, ধৈর্য ও পরিণত ব্যাটিংয়ের এক অনন্য প্রদর্শনীতে।
মঙ্গলবারের সকালে যখন তিনি ব্যাট হাতে নামেন, স্কোরবোর্ডে বাংলাদেশের রান মাত্র ৪৫, উইকেট পড়ে গেছে তিনটি। চতুর্থ উইকেটে অধিনায়ক শান্তর সঙ্গে মিলে গড়ে তোলেন ২৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি। আর সেই জুটির ছায়াতেই এগিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
মুশফিক ইনিংসটাতে বাউন্ডারির চেয়ে সিঙ্গেল রানকেই বেশি গুরুত্বপূর্ণ। বিলাসী শট খেলার ঝুঁকি নেননি তেমন। ফলে ১৭৬ বলে শতক পূর্ণ করার পথে কেবল ৫টি চার মেরেছেন অভিজ্ঞ এই তারকা। ৯ মাস পর তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন। আসিথা ফার্নান্দোর করা ম্যাচের ৮৬তম ওভারের তৃতীয় বল এজ হয়ে স্টাম্পের দিকে যাচ্ছিল। যা দুই পায়ের মাঝে পড়তেই শান্ত’র তড়িৎ আহবানে সাড়া দিয়ে ৯৯–কে শতকে রূপ দেন মুশফিক।
গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন মুশফিক। দলও জয় পায়নি কোনো ম্যাচে। অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে না পারায় স্বাভাবিকভাবেই সমালোচনা সইতে হয়েছিল মুশিকে। ফলে মেগা টুর্নামেন্ট থেকে ফেরার সপ্তাহখানেকের মাথায় মুশফিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। প্রশ্ন উঠেছিল অফফর্মে কাটানো টেস্টের ভবিষ্যৎ নিয়েও। এমনকি লঙ্কান সিরিজ দিয়ে তিনি এই ফরম্যাটও ছাড়তে পারেন বলে গুঞ্জন ওঠে।
সবমিলিয়ে টেস্টের শেষটাও আক্ষেপ নিয়ে মুশির বিদায় দেখতে হবে কি না জাগে সেই শঙ্কা। সেটি ছাপিয়েই মুশি সেঞ্চুরি পূর্ণ করলেন এর আগে ফরম্যাটটিতে তিনটি সেঞ্চুরি করা প্রতিপক্ষ লঙ্কানদের ভূমিতে। মুশফিক টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। একটি বেশি (১৩) সেঞ্চুরি নিয়ে তার ওপরে আছেন কেবল মুমিনুল হক।
নিউবাংলা/জিএস
৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন শান্ত
মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ
অভিষেকের দ্বিতীয় ওভারেই উইকেট তানভীরের
তিন পরিবর্তন নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ
জয়ে জন্মদিন পালন না হলেও সাফল্যের যে রেকর্ড ধরে রাখলেন মেসি
রোনালদোর সঙ্গে সম্পর্ক কেমন, জবাবে যা বললেন মেসি
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন লিটন
শান্তর পর মুশফিকের আক্ষেপ ঘুচানো সেঞ্চুরি
শান্তির বার্তা নিয়ে ট্রাম্পকে জার্সি পাঠালেন রোনালদো
সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট
ফুটবল দলকে ধন্যবাদ জানাল সেনাবাহিনী
এমবাপ্পের গোল-অ্যাসিস্টে নেশন্স লিগে তৃতীয় ফ্রান্স
ক্যারিবীয়দের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ইংল্যান্ডের
ক্লাব বিশ্বকাপে খেলবেন না, জানিয়ে দিলেন রোনালদো
মেসি অনন্য, পৃথিবীতে আর কোনো লিওনেল মেসি আসা সম্ভব নয়: গার্দিওলা
‘নাইট’ উপাধি পেতে যাচ্ছেন বেকহ্যাম
রোনালদোর গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল
১৬৫৯ দিন পর ঢাকা স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল
পাঞ্জাবকে হারিয়ে আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন বেঙ্গালুরু
৭ মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি